বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ 2019

   "বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ 2019"   



সময়:

০৯ ই আগস্ট ২০১৯, বিকাল ৫:৩০ মিনিটে।

স্থাণ:
ডাওয়াবারি, হাতিবান্ধা, লালমনিরহাট।


বিবরণ: গত 9ই আগষ্ট আমরা লালমণিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ডাওয়াবাড়ি গ্রামে বন্যার্ত এবং সুবিধিাবঞিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পূর্ণ করি।

ত্রাণ বিতরণ এর উদ্দেশ্যে আর্ত সেবার একটি দল ঢাকা থেকে রওনা হয়। রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে সেখানে পেীছাতে কিছুটা সময় লেগে যায়। তবে লালমণিরহাটে থাকা আমাদের স্থানিয় প্রতিনিধি যথাসময়ে ত্রাণ বিতরণ শুরু করেছেন। ত্রাণ বিতরণ এর জন্য আমরা ঢাকার বিভিন্য স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠাণ থেকে তহবিল সংগ্রহ করি। 

এই আয়োজনে আমাদের সহযোগিতা করেন "Emergency Call" এবং Green University এর Social Bonding Club.

100 টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবার পেয়েছে:

  1. চাল(10 kg)
  2. ডাল(1 kg)
  3. সয়াবিন তেল(1/2 Litter)
  4. খাবার লবণ(1 kg)
  5. আলু(2.5 kg)
  6. পিয়াজ(1 kg)
  7. খাবার স্যালাইন(10 টি)
  8. প্যারাসিট্যামল ট্যাবলেট (10 টি)
  9. ফিটকারি



ত্রান বিতরণ করছেন আর্ত সেবার প্রতিষ্ঠাতা পরিচালক





ত্রাণ বিতরন করছেন আর্ত সেবার Head Of Volunteer আলিফ





ত্রাণ বিতরণ করছেন স্থানিয় প্রতিনিধি।


ত্রাণ পেয়ে প্রফুল্ল এক বন্যার্ত।

A part of Arto Seba
বাম দিক থেকে 1.Office Secretary: Kazi Minhaz, 2.Volunteer: Asif, 3.Head of Volunteer: Mahmudur Rahman Alif, 4.Volunteer: HM Foysal Abdull, 5.Volunteer Captain: Maruf Khan, 6.Founder and Director: Ridoy Bhuiyan






উক্ত ইভেন্টটি সুষ্ঠু এবং সুন্দর ভাবে পরিচালনা করার জন্য যারা দীর্ঘ পরিশ্রম করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইভেন্টটি বাস্তবায়ন করার জন্য সহোযোগিতার হাত বাড়িয়ে ছিলেন "চাইল্ড গাইড প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুল, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, অগ্রদূত বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়,  কুতুবখালি উচ্চি বিদ্যালয়, ব্রাইট স্কুল এবং কলেজ, সিসিইআর মডেল কলেজ, গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়, Sparkle English Point, Green University. সবাইকে আবারো ধন্যবাদ।

© একটি আর্ত সেবা প্রকল্প।

No comments:

Post a Comment