ফল উৎসব
২০২০
স্থান: আমাদের পাঠশালা(দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ)
Date:
26/06/2020
আমরা সবাই কম বেশি মৌসুমি ফল পছন্দ করি। আর বিশেষ করে শিশুরা এই ফল আরো বেশি পছন্দ করে। কিন্তু আমাদের সমাজে যারা সুবিধাবঞ্চিত শিশু আছে তারা এই মৌসুমি ফল খেতে পারে না। তাই তাদের জন্য আমরা “ফল উৎসব ২০২০” আয়োজন করেছি। মূলত আর্ত সেবার প্রজেক্ট “আমাদের পাঠশালা” এর সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে গ্রীষ্মকালীন ফল বিতরণ এই মৌসুমি ফল বিতরণ করা হয়েছে।
![]() |
খাবার দেয়ার আগে বাচ্চাদের হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে। |
ইভেন্টটি বাস্তবায়ন করতে যারা সহযোগীতা করেছেন, তাদের আর্ত সেবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
একটি আর্ত সেবা প্রকল্প
No comments:
Post a Comment