ইফতার বিতরণ ২০১৯
Date: 30 May 2019
Title: সুবিধাবঞ্চিত মানুষ এবং পথশিশুদের মাঝে ইফতার বিতরণ-২০১৯
![]() |
Add caption |
গত ৩০ মে শনির আখড়া যাত্রীছাউনিতে অনুষ্ঠিত হয় আর্ত সেবা আয়োজিত "সুবিধাবঞ্চিত মানুষ এবং পথশিশুদের মাঝে ইফতার বিতরণ"। আমরা ১৫০+ সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সক্ষম হয়েছি।
সন্ধ্যা ৬:২০ মিনিট থেকে আমরা বিতরণ শুরু করি। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমরা প্রায় ১৫০ টি জাদুর প্যাকেট তৈরি করতে পেরেছি।
আমাদের এই ইভেন্ট এর সাথে যুক্ত সকল মেম্বার ভলেন্টিয়ারদের ধন্যবাদ। আর্ত সেবার এই ইভেন্ট এ যারা ডোনেশন পাঠিয়ে ইভেন্টটি সফল করে তুলতে সহযোগিতা করেছেন তাদের আর্ত সেবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আরোও বড় পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করবো।
"©একটি আর্ত সেবা প্রকল্প"
No comments:
Post a Comment