kxZvZ©‡`i gv‡S K¤^j weZiY|
আলহামদুলিল্লাহ। সকলের সহযোগিতা এবং ভালোবাসায় গত ২২-ই জানুয়ারী আর্ত সেবার শীত কালীণ কর্মসূচির আওতাধীন "Project_উষ্ণতা" "শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ২০২০" কার্যক্রমটি সম্পূর্ণ করা হয়।
আর্ত সেবার একটি টিম সারারাত জুরাইন রেললাইন, ডেমরা রোড এবং সোনারগাঁও এর বিভিন্ন স্থান ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের শনাক্ত করে। শনাক্তকৃত বেশিরভাগ মানুষই রাস্তার পাশে অস্থায়ী ঘর নির্মাণ করে বসবাস করছে। যে ঘর শীতের ঠান্ডা বাতাস প্রতিরোধ করতে অক্ষম। এবং এদের প্রায় প্রত্যেকের বয়সই ৬০ উর্ধ। আমরা তাদের নিকট পৌঁছে দিয়েছি শীতের উষ্ণতার চাঁদর।
ইভেন্টটি বাস্তবায়ন করার জন্য আর্ত সেবা ধন্যবাদ জানায়, ইভেন্টটি বাস্তবায়ন এর জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আর্ত সেবার ভলেন্টিয়ারদের যারা অক্লান্ত পরিশ্রম করে ইভেন্টটি বাস্তবায়ন করেছে।
©একটি আর্ত
সেবা প্রকল্প।
No comments:
Post a Comment