Free Blood Grouping Camp 2019
Date: 17 February 2019
Place: "Dania University College", Dania, Dhaka 1236
১৭ ফেব্রুয়ারি দনিয়া বিশ্ববিদ্যাল কলেজ ক্যাম্পাস এ "ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন" এর আয়োজন করা হয়েছিলো আর্ত সেবা এবং দিব্যদৃষ্টি সংস্থা দুটির যৌথ উদ্যোগে।
বাচবে রোগী হাসবে প্রাণ"
এটি ছিলো আমাদের মূল স্লোগান। এই ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য ছিলো ব্লাড ডোনার খুজে বের করা। আলহামদুলিল্লাহ্ Blood Donation এর জন্য প্রচুর Response পেয়েছি। উক্ত ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা রক্তদানে ইচ্ছুক এমন দুর্লভ কিছু ব্লাড গ্রুপধারী ব্যক্তিদেরও শনাক্ত করেছি।
pic 1: ব্যানার স্থাপন

Picture 2: রক্ত সংগ্রহ করছেন আর্ত সেবার পরিচালক Ridoy Bhuiyan এবং রক্ত পরীক্ষা করছেন আর্ত সেবার ভলেন্টিয়ার Akash Rohman
Picture 3: ভলান্টিয়ারদের রক্ত টেস্ট পর্যবেক্ষণ
Picture 4: ব্লাড টেস্ট করছেন ভলেন্টিয়ার
Picture 5: রক্ত পরীক্ষাকারীদের নাম এবং ফোন নম্বর তালিকা ভুক্তকরণ
Picture 6: টেস্ট করার জন্য রক্ত সংগ্রহ
Picture 7: ব্লাড গ্রূপ টেস্ট করছেন আকাশ রহমান এবং বাকিরা তা দেখে শিখছেন
Picture 8: ভলান্টিয়াররা একসাথে কাজ করছেন
Picture 9: রক্ত সংগ্রহ
Picture 10: সৈকত ভাই কাজ করছেন এবং বাকিদের কাজের উপর তদারকি করছেন।
Picture 11: রক্ত পরীক্ষা করে সন্তুষ্ট
আর্তসেবার সকল ভলেন্টিয়ারদের ধন্যবাদ। তারা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে তারা পুরোটা সময় নিরলস ও নিঃস্বার্থ পরিশ্রম করে আয়োজনটি সফল করেছে। বিশেষভাবে ধন্যবাদ আর্তসেবার ভলেন্টিয়ার "Sifat Mahmud Prince", "Akash Rohman", "Sanjida Akter Rifa", "Evana Akter", "Ashik Khan" -কে।
রক্তদান আপনার শরীরের জন্য খুবই উপকারী। আপনার রক্তে বাচঁতে পারে কোনো মুমূর্ষু রোগীর প্রাণ। নিয়মিত রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসুন। রক্তদান করতে চাইলে যোগাযোগ করুণ:-
No comments:
Post a Comment