বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০


প্রজেক্ট "আমাদের বিদ্যানিকেতন" পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান ও তাদের মানসিক বিকাশ সাধন করাই আমাদের মূল উদ্দেশ্য। শনির আখড়ার বাচ্চাদের বিগত ১ বছর ধরে আমরা পাঠদান করে আসছি এবং তাদের মধ্যে ভালো শিক্ষার্থীদের মাদ্রাসা বা স্কুলে ভর্তি করে থাকি আমরা।

আমরা বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য সাংস্কৃতি চর্চা বাচ্চাদের পড়াশুনার আগ্রহ আরোও বাড়িয়ে তুলে। সেই উদ্দেশ্যে গত ২৭ অক্টোবর ২০২০ ইং বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হয় আমাদের বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 

পুরো ইভেন্টি বাস্তবায়িত খাদিজা আক্তার আলো আপু এবং উনার আম্মু রোকেয়া আক্তার পপি আন্টির অর্থায়নে। 

উনাদের ব্যক্তিগত অর্থায়নে প্রদান করা হয় বাচ্চাদের টি-শার্ট এবং অন্যান্য উপহার সমূহ। আলো আপু অনেক দিন ধরে কাজ করেছেন এই আয়োজন সফল করার উদ্দেশ্যে। বাচ্চাদের গিফট কেনা, গিফট র‍্যাপিং, টি-শার্ট কেনা ও তা প্রিন্ট করা সহ আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ।

এই আয়োজনে বাচ্চাদের নিয়ে মোট ৭ টি খেলার আয়োজন হয় এবং তাদের মধ্য থেকে ২১ জন কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করায় পুরষ্কার দেয়া হয়।

এই আয়োজনের শুরু টা হলো বাচ্চাদের হইহুল্লর দিয়ে। তাদের সবারই এক আলাদা উৎসাহ। সবাইকে টি-শার্ট দেয়া হলো। সবাই আন্দের সাথে তা পরে নিলো। এক উৎসব আমেজ। এর মাঝে সেচ্ছাসেবীরা ব্যস্ত খেলার জন্য মাঠ তৈরি ও সাজানোর কাজে। খেলাধুলা মূল দায়িত্ব দেলোয়ার ভাই এর নিকট। অন্যান্য সকল ভলেন্টিয়ারদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই শেষ হয় মাঠ তৈরির কাজ। এর পর বাচ্চাদের খেলা।






বাচ্চারা পর্যায়ক্রমে ব্যাঙ লাফ, দৌড়, বিস্কুট দৌড় সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে৷ দীর্ঘ সময় জুড়ে চলে খেলাধুলা এই আয়োজনে। বাচ্চাদের মধ্যে যারা বাদ পরে, তারা অন্যদের উৎসাহ দিতে শুরু করে। একে একে সব বাঁধা পার হয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো বাচ্চাদের খেলাধুলো। পুরষ্কার পেয়ে তাদের মুখে দেখতে পাই সেই মায়াবী হাসি৷ যা সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের কষ্ট ভুলিয়ে দেয়।


















এই অনুষ্ঠানের সফলতার জন্য বিশেষভাবে ধন্যবাদ আলো আপুকে। এই অসামান্য আয়োজন বাচ্চাদের শিখাবে একসাথে কাজ করা, কিভাবে না জিতলেও আনন্দ নিয়ে কাজে অংশ নেয়া যায়, একাগ্রতা, অন্য দিক গুলোতো আছেই। দিন শেষে বাচ্চারা সুন্দর স্মৃতি নিয়ে ফিরবে, ভালো মানুষ হওয়ার পথে তাদের এই এক নতুন অধ্যায়। এতো সুন্দর একটি আয়োজনের জন্য ধন্যবাদ আমাদের সকল সেচ্ছাসেবীদের। যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো ভাবেই এতো সুন্দর ইভেন্ট সম্পূর্ণ করা সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ আলো আপুকে। 

 
© একটি আর্ত সেবা প্রকল্প।