Project: Self-Reliant
Facebook Event Link
যার বাংলা অর্থ স্বাবলম্বী। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা এবার অসহায় এবং সুবিধাবঞ্চিত পরিবারের আজীবন সগযোগীতা করতে চাই। একটি সুবিধাবঞ্চিত পরিবারকে আমার
১. ০১(এক) থেকে ০২(দুই) টি গাভী,
২. ০২(দুই) টি ছাগল কিছু সংখ্যক হাসঁ-মুরগী
৩. রিক্সা বিতরণ করতে চাই।
১. গাভীঃ একটি সুবিধাবঞ্চিত পরিবারকে আমরা ০১-০২টি গাভী লালন পোষণ এর জন্য দিবো তা হতে প্রাপ্ত দুধ এবং বাছুর বিক্রয় করে তা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে থেকে নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করবে। তবে আমাদের শর্তমতে উক্ত পরিবার একটি নির্দিষ্ট সময় পর আমাদের পুনঃরায় তার গাভী থেকে প্রাপ্ত ০২(দুই) টি বাছুর আমাদের দিয়ে দিবেন, যা আমরা অন্য একটি সুবিধাবঞ্চিত পরিবারকে একই শর্তে দিয়ে দিবো। এভাবে এই প্রক্রিয়া চলমান থাকবে।
২. ছাগলঃ একটি সুবিধাবঞ্চিত পরিবারকে আমরা ০২ টি ছাগল লালন পোষণ এর জন্য দিবো তা হতে প্রাপ্ত দুধ এবং বাছুর বিক্রয় করে তা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে থেকে নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করবে। তবে আমাদের শর্তমতে উক্ত পরিবার একটি নির্দিষ্ট সময় পর আমাদের পুনঃরায় তাকে দেয়া ছাগল থেকে প্রাপ্ত ০২(দুই) টি বাছুর আমাদের দিয়ে দিবেন, যা আমরা অন্য একটি সুবিধাবঞ্চিত পরিবারকে একই শর্তে দিয়ে দিবো। এভাবে এই প্রক্রিয়া চলমান থাকবে।
৩. রিক্সাঃ যেকোনো একটি সুবিধাবঞ্চিত পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তিকে আমরা একটি পায়ে চালিত রিক্সা ক্রয় করে দিবো। যাহা চালিয়ে প্রাপ্ত অর্থ তিনি তার পরিবারের স্বার্থে ব্যায় করবেন।
আপনাদের ক্ষুদ্র অনুদানই পারে এই ইভেন্টেকে সফল করে তুলতে। অনুদান প্রদানে বিকাশ করুন এই নম্বরে
বিকাশঃ 01797516234 (Personal)
হৃদয় ভূইয়া
Director
Arto Seba
01797516234
বিকাশঃ 01797516234 (Personal)
হৃদয় ভূইয়া
Director
Arto Seba
01797516234
যেকোনো সংগঠন বা ব্যক্তি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন।