প্রজেক্টঃ উষ্ণতা
প্রতি বছরের মতো এবারও আর্ত সেবা শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। “উষ্ণতা ছড়িয়ে দিব সবার মাঝে” এই স্লোগান কে সামনে রেখে গত ১৮ই জানুয়ারী ২০২০ সুসং, দূর্গাপুর, নেত্রকোণায় বিতরণ করা হয় এবং তার পূর্বে আর্ত সেবার প্রজেক্ট “আমাদের বিদ্যানিকেতনে” সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে উষ্ণবস্ত্র বিতরণ করা হয়।
প্রবল শীত থেকে এইসকল অসহায় মানুষদের উষ্ণতা পেতে সাহায্য করেছে আর্তসেবা আর আর্তসেবাকে সাহায্য করেছেন আপনারা। আপনারা পাশে ছিলেন বলেই প্রতি বছর আমরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের এবং অসহায় মানুষদের শীত নিবারনে সহায়তা করতে পারি। আশা করি আগামী দিনগুলোতেও আমরা আপনাদের এইভাবে পাশে পাবো।



উক্ত প্রজেক্টে আমাদের সার্বিক সহযোগীতা করেছন “সুমাইয়া বিনতে জাহিদ” আপু এবং “সানজিদা খান” আপু। এছাড়াও আমাদের অন্য সকল শুভাকাংখীদের অসংখ্য ধন্যবাদ।
 




























 
 
   
   
   
   
   
   
 
 
 
No comments:
Post a Comment