মানব সেবার চেয়ে উত্তম কাজ হয় না। আর্ত সেবা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান। সুবিধাবঞ্চিত মানুষের দীর্ঘকালীন সেবায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ.
প্রতিবছর শীতে বাংলাদেশের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ, বন্যাকালে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, পথশিশুদের সাথে ইফতার, ঈদবস্ত্র বিতরণের মধ্যদিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়া, বিনামূল্য রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন সহ আরোও অনেক সেবামূলক ক্যাম্পেইন আয়োজন, রক্ত দাতা খুজে বের করা এবং জরুরী প্রয়োজনে রক্ত দান করা ইত্যাদি আমাদের মূল কাজ। সামাজিক উন্নয়ন মূলক কাজে আমাদের সাথে চাইলে আপনিও যুক্ত হতে পারেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।
বছরজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে থাকি
প্রতি বছর সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্রদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি।
শীতকালীন সময় বাংলাদেশ এর বিভিন্ন স্থানে শীতার্থদের শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করি।
প্রতি ঈদে পথশিশুদের জন্য ইফতারের আয়োজন এবং তাদের মাঝে ঈদের নতুন পোশাক বিরতণ করে থাকি।
বন্যার সময় জরুরী ভিত্তিতে বিভিন্ন ফান্ড সংগ্রহ করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা।
এছাড়াও অন্যান্য সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কাজ করে থাকি।
২০১৭ সালের পবিত্র রমজান মাসে আমরা দনিয়া এবং শনির আখড়া এলাকায় পথশিশু, ভিক্ষুক, শ্রমিক এবং রিক্সাওয়ালাদের মাঝে ইফতার বিতরণ করি। সারাদিনেই রোযা শেষে সন্ধ্যায় যখন আজান হবে তখন আমরা দনিয়া এবং শনির আখড়া ঘুরে পথশিশু, ভিক্ষুক, শ্রমিক এবং রিক্সাওয়ালাদের মাঝে ইফতার বিতরণ করি। সেই সময় এর ধারণকৃত কিছু চিত্র।:
"They are doing absolutely good job, Wish them a very bright future. I hope that in near future they will extend their work and people will support them from their heart. Stay Safe and Keep It Up Guys"Dr. Sakir Ibrahim Mati, Founder and Chief of Alokito Agami
"text"Full Name, post